ইনসাইড পলিটিক্স

খালেকুজ্জামানকে ছাড়াই বাসদের কেন্দ্রীয় কমিটি


প্রকাশ: 05/03/2022


Thumbnail

৪২ বছর পর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রথম কংগ্রেসে দলটির নেতা খালেকুজ্জামানকে শীর্ষ পদ ছাড়াই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৪ মার্চ) রাতে দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত একটি কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

১৯৮০ সালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কিছু নেতা জাসদ ভেঙে বাসদ গঠন করেন। তখন থেকেই বাসদের আহ্বায়ক ছিলেন খালেকুজ্জামান। ২০০৯ সালে দলীয় কনভেনশনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

দলীয় সূত্র জানায়, খালেকুজ্জামান কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অবসর নিয়েছেন।

আজ রাজধানীতে প্রথম কংগ্রেস আয়োজন করে বাসদ এবং সেখানে ১৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। রাজেকুজ্জামান রতনকে সহকারী সাধারণ সম্পাদক, নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু ও আব্দুল কুদ্দুসকে সচিবালয় সদস্য ঘোষণা করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭