ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়াতে কেনো বন্ধ হলো ফেসবুক


প্রকাশ: 05/03/2022


Thumbnail

বিশ্বের সব থেকে বড় দেশ রাশিয়ায় বন্ধ হলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকের কার্যক্রম। ফেসবুক ছাড়াও আরো বন্ধ করে দেওয়া হয়েছে আরেক সামাজিক মাধ্যম টুইটার ও ইউটিউব।
 
শুক্রবার (০৪ মার্চ) রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে। 

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ফেসবুকে রাশিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম নিষিদ্ধ করার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার শাস্তি হিসেবে ১৫ বছরের কারাদণ্ডবিষয়ক একটি বিলে সই করেছেন। ওই বিলে বিবিসি, সিএনএন, এবিসি নিউজ, সিবিএস নিউজের সংবাদকর্মীদের রাশিয়ায় দায়িত্ব পালনের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইক্রোসফট, স্যামসাং, এলভিএমএইচ রাশিয়ায় তাঁদের পণ্য বিক্রি বন্ধ করেছে। যোগাযোগবিষয়ক অ্যাপ টেলিগ্রাম ইউরোপে রুশ সরকারি গণমাধ্যম আরটি নিষিদ্ধ করেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭