কালার ইনসাইড

অর্থ আত্মসাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি


প্রকাশ: 05/03/2022


Thumbnail

ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকাশ নিবির নামে এক সাংবাদিক। শুক্রবার রাত ১০টায় উপ-পরিদর্শক এনামুল হকের বরাত দিয়ে জিডিটি করা হয়।

আকাশ নিবির তার অভিযোগে লিখেছেন, হিরো আলম এবং তিনি পূর্ব পরিচিত। ডিপজলের বাড়িতে শুটিং চলাকালীন তার কাছ থেকে সাত দিনের জন্য ৫০ হাজার টাকা ধার নেন হিরো আলম। কিন্তু চার মাসে হয়ে গেলেও তিনি ধারের টাকা ফেরত পাচ্ছেন না।



ওই সাংবাদিকের আরও অভিযোগ, ধারের টাকা চাইতে গেলে উল্টো তাকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন হিরো আলম।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন নানা কারণে সারা বছর আলোচনায় ও বিতর্কে থাকা হিরো আলম। তার দাবি, এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য থানায় আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭