ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী


প্রকাশ: 06/03/2022


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার (০৫ মার্চ) মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা। এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন ইউক্রেনে রুশ সেনা অভিযান চলছে।  বৈঠক শেষে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন বেনেট। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট। ওই বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধে মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এছাড়া বেনেট যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সাথে কূটনৈতিকভাবে সংকট নিরসনের জন্য সমন্বয় করছেন।

বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এর সঙ্গে সাক্ষাতের জন্য বার্লিনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার তৃতীয় দফার আলোচনায় মিলিত হবে দুই দেশ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭