টেক ইনসাইড

চালু হচ্ছে ই-সিম, ব্যাবহার করা যাবে যেসব ফোনে


প্রকাশ: 06/03/2022


Thumbnail

থাকছে না আর প্লাষ্টিক কার্ডের সিম। দ্রুত সময়ের মধ্যেই মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো তাদের সিম নেটওয়ার্কের ধরণে পরিবর্তন আনতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ই-সিম সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে গ্রামীনফোন। অনেক মোবাইল ফোন ব্যবহারকারীর ধারণা নেই, কীভাবে এই ই-সিম কাজ করে। আবার কোন কোন ফোন ই-সিম ব্যবহার যাবে সে সম্পর্কেও ধারণা নেই। চলুন তাহলে এসব সম্পর্কে জেনে নেই-

ই-সিম এর পূর্ণরূপ embedded sim এর আকার সাধারণ সিম কার্ডের তুলনায় কয়েকগুন ছোট। ই-সিম হলো একটি ছোট প্রোগ্রামেবল চিপ যা ফোনের মাদারবোর্ড এর মধ্যে যুক্ত থাকে।

সাধারণত একটি সিম কার্ডে দিয়ে একটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যায়। কিন্তু ই-সিম এর মাধ্যমে আপনি চাইলে যেকোনো কোম্পানির সেবা বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে ফোন থেকে সিম কার্ড খুলে পরিবর্তন করতে হবে না। ই-সিম এর মাধ্যমে খুব সহজেই আপনি যেকোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে ই-সিম ব্যবহার করা যাবে- বাজারে আসা নতুন নতুন অনেক স্মার্টফোনে ই-সিম ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে

গুগুল পিক্সেল ৬ প্রো, গুগুল পিক্সেল ৬, গুগুল পিক্সেল ৫, গুগুল পিক্সেল ৪, গুগুল পিক্সেল ৪এ, গুগুল পিক্সেল ৪ এক্সএল, গুগুল পিক্সেল ৩, গুগুল পিক্সেল ৩ এক্সএল, 
গুগুল পিক্সেল ৩এ, গুগুল পিক্সেল ৩এ এক্সএল।

হুয়াওয়েই পি৪০, হুয়াওয়েই পি৪০ প্রো, হুয়াওয়েই মেট ৪০ প্রো, স্যামসাং গ্যালাক্সি ফোল্ড, স্যামসাং গ্যালাক্সি নোট২০, স্যামসাং গ্যালাক্সি নোট২০ আল্ট্রা, স্যামসাং গ্যালাক্সি এস২২, স্যামসাং গ্যালাক্সি এস২২+, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা, স্যামসাং গ্যালাক্সি এস২১ ৫-জি, স্যামসাং গ্যালাক্সি এস২১+৫জি, স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ৫জি, স্যামসাং গ্যালাক্সি এস২০, স্যামসাং গ্যালাক্সি এস২০+, স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা, স্যামসাং গ্যালাক্সি জেট ফ্লিপ, স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ড ২, স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ড ৫-জি, স্যামসাং গ্যালাক্সি জেট ফ্লিফ ৩ ৫ জি ফোল্ড, স্যামসাং গ্যালাক্সি জেট ফ্লিপ৩ ৫জি, সনি এক্সপেরিয়া ১০ III লাইট।

এছাড়া আইফোন সিরিজের মধ্যে রয়েছে : আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১১ প্রো ম্যাক্স , আইফোন ১১ প্রো, আইফোন ১১, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইফোনএসই ২ (২০২০)।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭