ইনসাইড বাংলাদেশ

জনশুমারির প্রচারণার দায়িত্ব পেল ক্রিয়েটিভ মিডিয়া


প্রকাশ: 06/03/2022


Thumbnail

জনশুমারির প্রচারণার দায়িত্ব পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড। রোববার (০৬ মার্চ) পরিসংখ্যান ভবনে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ এবং ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (অ্যাডমিন) লিজেন শাহ নাইম, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (ফিল্ড অপারেশনস) মো: শফিকুল ইসলাম, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের প্রধান হিসাব রক্ষক সুলতান মাহমুদ রেজা এবং হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত।

উল্লেখ্য, জনশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। প্রতি ১০ বছর অন্তর অন্তর এ জনশুমারি অনুষ্ঠিত হয়ে থাকে। এবারই প্রথমবারের মতো দেশে ডিজিটাল জনশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মে মাস থেকে এই ডিজিটাল জনশুমারি শুরু হওয়ার কথা রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭