লিট ইনসাইড

৭ মার্চ ১৯৭১ স্মরণে-


প্রকাশ: 07/03/2022


Thumbnail

হে শিশু তুমি কি কখনো গিয়েছো টুঙ্গিপাড়া
যেখানে এক প্রশস্ত বুক মেলে ঘুমিয়ে আছেন বাঙালি জাতির পিতা
হে যুবক তুমি কি কখনো গিয়েছো ৩২ নম্বর ধানমন্ডি
দেখেছ কি ছোপ ছোপ রক্তের দাগ দেয়ালে!
কিংবা থমকে গিয়েছো সিঁড়িতে পা ফেলতে
পবিত্র রক্তের ছাপ দেখে?
হে যুবক, হে শিশু, তোমরাতো দেখোনি উত্তাল পল্টন কিংবা রক্তাক্ত রাজপথ
দেখোনি তোমরা ৭ মার্চের সেই মঞ্চ  ও উত্তাল জনতা
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ চায় বাংলার স্বাধীনতা-  
দেখেছ কি তুমি যে মঞ্চে দাঁড়িয়ে এক পড়ন্ত বিকেলে
বাঙালির মহাকাব্য রচনা করেছেন বঙ্গবন্ধু-

তুমিতো দেখোনি রাইফেল হাতে কৃষক-যুবক-অপমার জনতা  
কিংবা শিশুদের জয় বাংলা শ্লোগান
দেখোনি তোমরা মহামানবের হাসি
কিংবা শিশু রাসেলের বাঁচার আকুতি-
তোমার বুকজুড়ে আছে স্বপ্ন আর স্বপ্ন,
উড়ালপথ, পদ্মা সেতু কর্ণফুলী টানেল -
তুমি কি জানো এ সব কীর্তি পেছনে আছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান?

তোমার আছে পদ্মা-মেঘনা চিত্রা-মধুমতি
আর এসব কিছুর সঙ্গে আছেন জাতির স্থপতি
যত ভাববে স্বাধীনতা কি ততই হবে মুগ্ধ
গর্বে তোমার ভরে যাবে বুক
জানবে যখন ৩০ লক্ষ শহীদের রক্তে এদেশ হয়েছে মুক্ত।  

তোমার গর্ব তোমার আশা তোমার বাংলাদেশ
সেই বাংলাকে নিয়ে লেখা জাতির পিতার মহাকাব্যের 
নেই যে কোনো শেষ।
স্বাধীনতা নামের মহাকাব্যর লেখক বঙ্গবন্ধু সে কথা মানে বিশ্ব
সেই স্বাধীনতা রক্ষা করতে তুমি হবে কি নিঃস্ব?
ঋদয় জুড়ে তোমার বঙ্গবন্ধু হোক চিরদিনের বসবাস
তাহলেই তুমি রুখে দেবে যদি কেউ চায় বাংলার সর্বনাশ।
তুমি সৈনিক, তুমি রাজা, তুমি থাকবে আগামী বাংলার নেতৃত্বে 
তোমার ভালোবাসায় ফুটবে গোলাপ বাংলার পলিমাটিতে।
তোমার শক্তি মুক্তিযুদ্ধ, তোমার সাহস শেখ মুজিবুর রহমান
তোমার এ দেশ থাকবে স্বাধীন
যতদিন রবে মুক্তিযুদ্ধের চেতনা তোমার রক্তে বহমান।      


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭