ওয়ার্ল্ড ইনসাইড

শিক্ষার্থীদের উদ্ধারের সহযোগিতা চেয়ে জেলেনস্কিকে মোদির ফোন


প্রকাশ: 07/03/2022


Thumbnail

ইউক্রেনের সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। সংবাদ সংস্থা এএনআই ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এই কথা জানান।

প্রায় ৩৫ মিনিট ধরে চলা দুই নেতার মধ্যে ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন।

যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭