ইনসাইড বাংলাদেশ

ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে বাংলাদেশের পথে ২৮ নাবিক


প্রকাশ: 09/03/2022


Thumbnail

ইউক্রেনে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তারা বুধবার দেশে ফিরবেন।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী রাত ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দাউদ আলী জানান, ২৮ জনের বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ২৮ বাংলাদেশি নাবিক গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান। এই ২৮ নাবিক বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন।

ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় জাহাজটি অচল হয়ে যায়। একই সঙ্গে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। নিহত নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরো কয়েক দিন সময় লাগবে।

বিএসসির মহাব্যবস্থাপক (চার্টারিং) ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ বিমানে সব নাবিক একসঙ্গে বুধবার সকালে দেশে পৌঁছবেন বলে আশা করছি। সেভাবে প্রক্রিয়া এগিয়েছে। এখন নিরাপদে তাঁরা দেশে ফিরলেই স্বস্তি ফিরবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭