কোর্ট ইনসাইড

মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে হাইকোর্টের কমিটি গঠন


প্রকাশ: 10/03/2022


Thumbnail

সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করেছে, তেমনি নতুন এক শঙ্কার মধ্যেও রেখেছে সবাইকে। কারণ এর মাধ্যমে কোন মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে।  এই কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। 

এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, এ বিষয়ে রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭