ইনসাইড ইকোনমি

‘কয়েকদিন পর টিসিবি বন্ধ হলে কি খাব?’


প্রকাশ: 12/03/2022


Thumbnail

‘এখন তো লাইনে দাঁড়িয়ে তাও কিছু পাচ্ছি, কিন্তু কয়েকদিন পর তো বন্ধ হয়ে যাবে, তখন কি খাব?’ হতাশা নিয়ে প্রশ্ন করেছেন জমির উদ্দিন।

শনিবার (১২ মার্চ) রাজধানীর সোনারগাঁও রোডের হামদর্দ ভবনের সামনে টিসিবির পণ্য বিক্রি করা ট্রাকসেলের লাইনে দাঁড়িয়ে এভাবেই হতাশা এবং উদ্বিগ্ন মানুষগুলো বাংলা ইনসাইডারকে জানিয়েছেন সংশয়ের কথা। 

দুটি পিকআপের মালিক ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, ‘এখন তো তাও ভালো আছি। টিসিবির পণ্য আর কয়দিন থাকবে। সামনে রোজা। তখন কি হবে সেটাই ভাবছি। শুনেছি বাজারে ইচ্ছাকৃত সঙ্কট করে দাম বেশি করা হয়েছে। সরকার কেন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সামনে যদি দাম না কমে তাহলে তো না খেয়ে মরতে হবে।’

চাকরিজীবী শরিফুজ্জামান বলেন, ‘এখানে ভিড় কিছুটা কম বলে এখানে লাইনে দাঁড়িয়েছি। খেতে তো হবে ভাই, এখান থেকে না কিনে আর উপায় কি? বাজারে তো আগুন দাম। তারচেয়ে লাইনে দাঁড়িয়ে কেনাই ভালো। বাজারে ৫ কেজি চাল ৩০০ টাকা, আর এখানে ১৫০টাকা। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও তো ১৫০টাকা বেঁচে যাচ্ছে।’



অশ্রুসিক্ত দিনমজুর মীজান বলেন, ‘বয়স অইছে। এহন আর ট্যাকা কামাইতে পারিনা। কষ্ট কইরা লাইনে দাঁড়াই খাওনের লাইগা। নাহলে খাওন পামু কই? এত ট্যাকা দাম অইলে আমরা খামু কি? আমরা অনেক কষ্টে আছি।’

টিসিবির পণ্য বিক্রির কয়েকটি ট্রাকসেল পয়েন্ট ঘুরে দেখা যায়, বিক্রিত পণ্যের তালিকায় রয়েছে কেবল চাল এবং আটা। এর ফলে অন্য সময়ের চেয়ে ভিড় কিছুটা কম, তবুও পুরুষ-মহিলার দুই লাইন মিলিয়ে দাঁড়িয়ে আছে ৭০-৮০ জন মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশজুড়ে আলোচিত সয়াবিন তেলের দেখা মিলেনি টিসিবির ট্রাকসেল পয়েন্টগুলোতে। যদিও এর আগে, গত সপ্তাহে লাগামহীন সয়াবিন তেলের দেখা মিলেছিলো টিসিবির ট্রাকে, লিটারপ্রতি মূল্য ১১০টাকা। যেখানে সেই তেলের বাজারমূল্য ১৯০ টাকা। তেলের জন্য হাহাকার আছে, কিন্তু তেল নেই - তাই হতাশ ট্রাকসেলের লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা।

এদিকে সয়াবিন তেলের লাগামহীন মূল্যেও হতাশাগ্রস্ত সানোয়ার আশার আলো দেখছেন। বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা বলেন, ‘শুনেছি সরকার তেলের উপর ভ্যাট প্রত্যাহার করেছে। যদিও এখন তেলের দাম কমেনি, তবে আশা করছি রোজার আগে তেলের দাম কমবে। টিসিবি গত সপ্তাহে তেল বিক্রি করলেও এখন তেল নেই, শুধু চাল এবং আটা আছে। টিসিবির উচিৎ তেল, পেঁয়াজসহ আরও নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়ানো উচিৎ।’

নিম্নআয়ের মানুষ থেকে উচ্চ মধ্যবিত্ত মানুষ এখন টিসিবির পণ্যের ওপর নির্ভরশীল। উচ্চ মধ্যবিত্তের অনেকেই চক্ষুলজ্জায় টিসিবির পণ্য নিতে না চাইলেও নিরুপায় হয়ে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে খাদ্যপণ্য। তাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে টিসিবির ট্রাকসেল এখন আশার আলো। তবে ট্রাকসেল ব্যবস্থাপনা, চাল-আটা ব্যতীত অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭