ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশ: 12/03/2022


Thumbnail

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে নিউ আল-আমিন স্টোরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গোডাউন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।

নিউ আল-আমিন স্টোরের মালিক আবুল হোসেন শহরের গোডাউন রোড এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০টি ড্রামে সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ওই দোকানির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭