ইনসাইড গ্রাউন্ড

আব্রামোভিচকে চেলসির পরিচালক পদে অযোগ্য ঘোষণা


প্রকাশ: 12/03/2022


Thumbnail

রাশিয়া-ইউক্রেন চলমান সংকটের পরই বিভিন্ন রাশিয়ান সংস্থা তথা ব্যবসায়ীদের ওপর ইউরোপের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা করা হচ্ছে। সেই মোতাবেক ব্রিটিশ সরকার চেলসির মালিক তথা বিখ্যাত রাশিয়ান ব্যবসায়ী রোমান আব্রামোভিচের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।

এই নিষেধাজ্ঞার মধ্যে এবার চেলসির পরিচালক থেকে বরখাস্ত করা হয়েছে রোমান আব্রামোভিচকে। অর্থাৎ রোমান আব্রামোভিচকে ক্লাবের পরিচালক হতে অযোগ্য ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

এই বিষয়ে প্রিমিয়ার লিগ বলেছে যে, আব্রামোভিচের অযোগ্যতা ‘ক্লাবের প্রশিক্ষণের ক্ষমতা এবং খেলার উপর প্রভাব ফেলবে না’।

এর আগে, আব্রামোভিচের সম্পদ জব্দ করা সত্ত্বেও ক্লাবটিকে পরিচালনার জন্য একটি বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছিল।

সূত্র: বিবিসি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭