ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের মৃত্যু কামনা করে পোস্টের অনুমতি দিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম


প্রকাশ: 12/03/2022


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর সেনাবাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশের রাস্তা করে দিয়েছে মেটা। তাদের মুখপাত্র জানিয়েছেন, রুশ সরকার বা সৈন্যদের বিরুদ্ধে কোনো পোস্ট লিখলে সেটা সরানো হবে না।

এমনিতে ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ। তবে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে সাময়িকভাবে নীতিমালায় পরিবর্তন এনেছে মেটা।

যেমন ‘মৃত্যু হোক রুশ আক্রমণকারীদের’ যা কিনা হিংসাত্মক বক্তব্য হিসেবে সাধারণত মুছে ফেলা হতো। এখন সাময়িকভাবে এ ধরনের লেখা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে। তবে রাশিয়ার সাধারণ জনগণের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করলে পোস্ট ডিলিট করবে মেটা।

নিদিষ্ট কিছু দেশের মধ্যে পোল্যান্ড, ইউক্রেন ও রাশিয়ার ব্যবহারকারীরাও রুশ এবং বেলারুশিয়ার প্রেসিডেন্টদের বিরুদ্ধে লিখতে পারবেন।
ফেসবুক বৈষম্যমূলক নীতি অনুসরণ ও ভুয়া খবর প্রচারের অভিযোগে গত সপ্তাহেই মেটার অধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার নিষিদ্ধ করে রুশ সরকার। বহু আগে থেকেই প্ল্যাটফর্ম দুটি বন্ধের হুমকি দিচ্ছিল রুশ সরকার। এখন রাশিয়ায় শুধু হোয়াটস অ্যাপ চালানো যাচ্ছে।

সূত্র: বিবিসি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭