ইনসাইড বাংলাদেশ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভুক্তভোগী প্রতিবন্ধীরা


প্রকাশ: 13/03/2022


Thumbnail

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবি এলাকায় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেখানকার প্রতিবন্ধীরা। চাঁদা না দিলে মারধর করা অভিযোগও রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে।  কিশোর গ্যাংয়ের এই চাঁদাবাজি থেকে মুক্তি পেতে জাতীয় প্রেসক্লাবের  ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা।
 
আজ রোববার (১৩ মার্চ ) জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী প্রতিবন্ধীরা জড়ো হয়ে তাদের অভিযোগগুলো তুলে ধরেন। আল মাহমুদ হোসাইন নামে একজনের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজিত হয়।  

ভুক্তভোগী প্রতিবিন্ধীরা অভিযোগ করে বলেন, আমরা সবাই রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকার প্রতিবন্ধী। রাস্তায় রাস্তায় থাকি। মানুষের সহায়তায় চলি। এই এলাকার কিশোর গ্যাং আমাদের কাছে চাঁদা চায়। আমরা চাঁদা না দেওয়ার কারণে প্রায়ই আমাদের মারধর করছে, আমাদের টাকা ছিনতাই করে নিয়ে নিচ্ছে।

আল মাহমুদ নামে একজন বলেন, আমি বুদ্ধিজীবী এলাকার ১নং গেটে থাকি। ছয়-সাত মাস আগে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আমরা সবাই এই কিশোর গ্যাংয়ের বিচার ও শাস্তি দাবি করছি।

প্রতিবন্ধী মোশাররফ হোসেন বলেন, আমরা চলতে ফিরতে পারছি না। আমরা এর পরিত্রাণ চাই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭