ইনসাইড বাংলাদেশ

প্রকল্পের মেয়াদ শেষ, শুরুই হয়নি কাজ; লক্ষ্মীপুরে প্রশ্নবিদ্ধ ইজিপিপি


প্রকাশ: 13/03/2022


Thumbnail

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) দুই মেয়াদের প্রকল্প। ৪০ দিন করে দুই মেয়াদে ৮০ দিন চলবে এ কর্মসূচীর কাজ। কর্মহীন মৌসুমে স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা প্রদানের জন্যই সরকার এই কর্মসূচী চালু করেন। প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হলেও কোথাও কোথাও এখনো শুরুই হয়নি প্রকল্পের কাজ। দুই একটি উপজেলায় শ্রমিকদের বঞ্চিত করে এস্কেভেটর ভেকু দিয়ে সম্পন্ন করা হয়েছে এ কর্মসূচীর কাজ। ফলে সরকারের এই কর্মসূচীর মূল উদ্দেশ্যেই প্রশ্নবিদ্ধ হচ্ছে, এমনটাই দাবি স্থানীয়দের।

যে ব্যক্তির মাসিক আয় চার হাজার টাকার কম, যার কাজের সামর্থ্য আছে এবং ভূমিহীন (বাড়ি ছাড়া ০.৫ একরের কম পরিমাণ জমি আছে) তারাই এই কর্মসূচির সুবিধাভোগী হতে পারবেন। পুকুর, খাল খনন/পুন:খনন, বাঁধ নির্মাণ/পুন:নির্মাণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ব্রিজ), সেচ কাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল/ নালা খনন/ পুন: খনন ছিলো এ প্রকল্পের মূল কাজ । প্রকল্পে কাজে শুরুতে শ্রমিকরা পাবেন মজুরী উল্লেখিত জব কার্ড। এদিকে জবকার্ড মুদ্রণের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে ১ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এ প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নের জন্য ইতিমধ্যে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়নে নন-ওয়েজ কস্ট বাবদ ৮১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে কমলনগর উপজেলার নয়টি ইউনিয়নে দুই হাজার ৭৬১ জন, সদর উপজেলার ২১টি ইউনিয়নে দুই হাজার ৯০১ জন, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৪৪৭ জন, রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৯৫৯ জন এবং রামগতি উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৫২ জন উপকারভোগী এ কর্মসূচীর আওতায় দৈনিক কাজ করার কথা রয়েছে। এছাড়া কাজ শুরুর পূর্বে স্ব স্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে তা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কর্মসূচীটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে যথাযথভাবে করতে সকল উপজেলায় ট্যাগ অফিসার, পিআইও, ইউএনও, ডিআরআরও, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডিডিএলজি কাজের তদারকি করবেন। এছাড়া শতভাগ কাজ নিশ্চিত করতে এসএমওডিএমআরপিএ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী তদারকি করবেন। ২৮ ফেব্রুয়ারির মধ্যে “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)” প্রকল্পের ১ম পর্যায়ের কাজ সম্পন্ন করারও নির্দেশনা রয়েছে।

এসএমওডিএমআরপিএ প্রকল্পের লক্ষ্মীপুর সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান খাঁন জানালেন, প্রকল্পের মেয়াদ শেষ হলেও আবারো মেয়াদ বাড়িয়ে কাজ সম্পন্ন করা হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭