ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের সঙ্গে বৈঠকের আশা করছেন জেলেনস্কি


প্রকাশ: 14/03/2022


Thumbnail

রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ গড়িয়ে গেছে ১৮ দিন। এই কিছুদিনে যুদ্ধ বন্ধে অনেক বিশ্বনেতার আহ্বান উপেক্ষা করেছেন পুতিন। তবে শান্তি আলোচনা যে হয়নি তা নয়। তিনটি শান্তি আলোচনার পর আজ ইউক্রেন ও রাশিয়া বসতে যাচ্ছে চতুর্থ আলোচনায়। আর এই আলোচনাতেই প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে স্বয়ং জেলেনস্কি। 

তিনি বলেছেন, “প্রতিদিনই আমাদের প্রতিনিধিরা রুশ প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন। তাদের প্রধান কাজ হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা।”  

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই অভিযানের মাঝেই বিগত ১৮ দিনে অস্ত্রবিরতি নিয়ে তিনবার বৈঠকের বসেছেন ইউক্রেন ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বৈঠক। তবে এই পর্বের বৈঠক অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭