টেক ইনসাইড

বাইকের মতো দেখতে স্কুটার আনছে ইয়ামাহা


প্রকাশ: 14/03/2022


Thumbnail

টু হুইলার প্রেমী যারা আছেন তাদের কাছে ইয়ামাহা এক আস্থার নাম। স্কুটারের জগতে ইয়ামাহা বেশ পোক্ত স্থান দখল করে আছে। বর্তমানে ইয়ামাহার আরোক্স ১৫৫ (Yamaha Aerox 155) বাজার কাঁপাচ্ছে। যেমন মাইলেজ, তেমন লুক। দেখে মনে হবে বাইক।

বাইকের আদলেই এই স্কুটারের লুক দিয়েছে সংস্থাটি। ইয়ামাহা এই স্কুটির ABS ও নন ABS- দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে।সামনে ও পিছনে ১৪ ইঞ্চির টায়ার রয়েছে এই স্কুটির। এটি ছাড়া ১৪ ইঞ্চির হুইল ভারতে আর কোনো স্কুটারে নেই। ম্যাক্সি স্কুটার বলে রোড গ্রিপ ভালো।

ইউএসবি চার্জি পোর্ট রয়েছে। এছাড়া ফোন রাখার জায়গাও রয়েছে স্কুটারে। ফোনের ব্যাটারি শেষ হলে আর চিন্তা করতে হবে না। স্কুটিতেই চার্জ দেওয়া যাবে।

এতে ইয়ামাহার ওয়াই কানেক্টের মতো সুবিধা রয়েছে। ফলে স্কুটারের সঙ্গে মোবাইল কানেক্ট করতে পারবেন। এছাড়া ডিসপ্লে টেকোমিটারের সঙ্গেও কানেক্ট করা যাবে।

স্কুটারটিতে থাকছে এলইডি ডিআরএলএস, এলইডি টেইল লাইট, এলসিডি ডিজিটাল মিটার। ইগ্নেশন সুইচের পাশে একটি মাল্টিফাংকশন সুইচও রাখা হয়েছে। সেই সুইচে ক্লিক করে ফুয়েল ট্যাঙ্ক, আন্ডার সিট স্টোরেজ খোলা যাবে সহজে।

স্কুটারটিতে ২৪.৫ লিটার আন্ডার সিট স্টোরেজ রয়েছে। একটি আস্ত হেলমেট ছাড়াও অনেক কিছু সেখানে রাখতে পারবেন। ফুয়েল ট্যাঙ্ক ৫.৫ লিটারের। ভারতীয় বাজারে স্কুটারটি পাওয়া যাবে মাত্র ১ লাখ ৩৪ হাজার টাকায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭