ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে রুশ অভিযানে ৬৩৬ বেসামরিক নিহত: জাতিসংঘ


প্রকাশ: 15/03/2022


Thumbnail

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে গত ১৯ দিনে দেশটিতে প্রায় ছয় শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

রবিবার (১৩ মার্চ) পর্যন্ত রুশ অভিযানে অন্তত ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। 

সংস্থাটির আগের দেওয়া ইউক্রেনের হতাহতের সংখ্যার তুলনায় ৪০ জন বেশি। ওএইচসিএইচআর- এর পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মধ্যে ছয়জন মেয়ে, ১০ জন ছেলে এবং ৩০ জনের বেশি শিশু। 

ওএইচসিএইচআর পক্ষে থেকে আরো জানানো হয়, হতাহতের প্রকৃত সংখ্যা এর থেকেও অনেক বেশি হতে পারে। কারণ খারকিভ ও মারিউপোলের মত জায়গায় এখন তীব্র লড়াই চলছে তাই এসব এলাকা থেকে সঠিক প্রতিবেদন প্রাপ্তিতে বেশ বেগ ও বিলম্ব পোহাতে হচ্ছে। 

ওএইচসিএইচআর প্রায় ৫০ জন মানবাধিকার কর্মী সমগ্র ইউক্রেন জুড়ে কাজ করে যাচ্ছে। 

যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছিলেন, নগর অঞ্চলে হামলা চালালে অনেক বেসামরিক নাগরিক হতাহত হবেন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তিপূর্ণ বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। আর তাই ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭