ওয়ার্ল্ড ইনসাইড

দিনের ব্যবধানে চীনে করোনা শনাক্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে


প্রকাশ: 15/03/2022


Thumbnail

করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে মাত্র একদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার নতুন করে ৩৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল ১৩৩৭।

চীনের জিলিন প্রদেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগই জিলিনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্ত হয়েছে ২৬০১ জনের। সংক্রমণ ঠেকাতে যেখানে জনসাধারণের চলাফেরা সীমিত করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে ১০০০ মেডিকেল স্টাফ নিয়ে আসা হয়েছে। সামরিক বাহিনীর সংরক্ষিত সাত হাজার সদস্যকে করোনা সংক্রমণ রোধে গৃহীত কার্যক্রমে মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে করোনা শনাক্ত হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭