লিভিং ইনসাইড

গোলাপের পাপড়ির নানা গুনাগুণ


প্রকাশ: 16/03/2022


Thumbnail

ফুলের কথা আসলেই প্রথমে সবার মাথায় আসে গোলাপের নাম। কারন গোলাপ অন্যসব ফুলের তুলনায় সবচেয়ে সুন্দর এবং সুঘ্রাণযুক্ত। আর তাই কাউকে ফুল উপহার হিসেবে দিতে চাইলে তালিকার প্রথমেই থাকে গোলাপ। কিন্তু এই গোলাপ শুধু দেখতে সুন্দর আর ঘ্রাণযুক্ত এমনটা নয়, এই ফুল গুণের জন্য অনন্য। চলুন তাহলে ভালোবাসা, বন্ধুত্ব এবং শান্তির প্রতিক গোলাপের পাপড়ির গুনাগুণ সম্পর্কে জেনে নেই।


১. গোলাপের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে চমৎকার ফেস প্যাক তৈরি করা যায়। যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

২. গোলাপের পাপড়ি থেকে তৈরি করা গোলাপজল ত্বকের যত্নে ও ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকর।

৩. গোলাপের পাপড়ি বেটে সমান্য পানি মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভালো হয়।

৪. গোলাপের পাপড়ি গুঁড়া দুধের সঙ্গে স্বল্প পরিমাণ মিশিয়ে পান করলে অ্যাসিডিটি ও স্টমাক আলসারের সমস্যা কমে যায়।

৫. গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি ও কাশির ফলে গলার ভেতরে ছিলে যাওয়ার মত জ্বলুনিভাব কমাতে চাইতে গোলাপের পাপড়ি পানিতে জ্বাল দিয়ে ছেঁকে সেই পানিতে গার্গল করতে হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭