ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধে সমঝোতার আশা দেখছে রাশিয়া


প্রকাশ: 16/03/2022


Thumbnail

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাশাপাশি উভয় পক্ষ একটা সমঝোতায় পৌছাঁতে একাধিকবার বৈঠক করেছে। এরই মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের শান্তি আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কিছু আশা দেখছেন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ সংবাদপত্র আরবিকে-সূত্রে একথা জানা গেছে। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে এমন অবস্থান তৈরি হয়েছে, যাতে উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একটি সমঝোতায় পৌঁছানোর কিছু আশা আছে। নিরাপত্তার নিশ্চয়তাসহ ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নিয়ে এখন গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। তিনি বলেছেন, ‌‘এখন অত্যন্ত জরুরি এই বিষয়টি নিয়েই আলোচনা করা হচ্ছে। বিষয়টি একেবারে একটি নির্দিষ্ট কাঠামোতে রয়েছে; যা আমার দৃষ্টিতে চুক্তির কাছাকাছি।’

রুশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যাটোর সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তার পাশাপাশি সম্ভাব্য একটি বিকল্প এবং নিরপেক্ষতার ব্যাপারে ফেব্রুয়ারিতে কথা বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শান্তি আলোচনার বিষয়ে ইউক্রেনও অত্যন্ত সতর্কতার সাথে ইতিবাচক একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘যুদ্ধ অবসানে আলোচনা করতে ইচ্ছুক ইউক্রেন। কিন্তু আত্মসমর্পণ করবে না অথবা রুশ হুশিয়ারি মেনে নেবে না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭