ওয়ার্ল্ড ইনসাইড

চতুর্থ রাশিয়ান জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের


প্রকাশ: 17/03/2022


Thumbnail

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরেকজন (চতুর্থ) রুশ জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ওই জেনারেলের নাম প্রকাশ করেননি তিনি। 

মঙ্গলবার (১৫ মার্চ) মারিউপোলের কাছে জেনারেল মিতায়েভকে হত্যা করা হয়। 

তবে প্রেসিডেন্ট জেনারেলের নাম প্রকাশ না করলেও ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, তার নাম মেজর জেনারেল ওলেগ মিতায়েভ। তাকে ডানপন্থী আজোভ ব্যাটালিয়ন হত্যা করেছে।

তিনি নিহত হওয়া চতুর্থ রুশ জেনারেল। ফলে কেউ কেউ প্রশ্ন করছেন, রাশিয়ান সামরিক বাহিনীর এত সিনিয়র সদস্যদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হচ্ছে কেন?  

বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনে রাশিয়ান অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন প্রায় ২০ জন জেনারেল। ফলে যদি চারজন জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, তবে রাশিয়ার এক পঞ্চমাংশ জেনারেল যুদ্ধে নিহত হলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭