ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ায় বন্ধ হলো বিবিসির ওয়েবসাইট


প্রকাশ: 17/03/2022


Thumbnail

রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) প্রধান নিউজ ওয়েবসাইটটির অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমটির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেয়।  

বুধবার (১৬ মার্চ) থেকে রাশিয়ায় বিবিসির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া বিবিসির রুশ ভাষার ওয়েবসাইটও বন্ধ করা হয়েছে।

রোসকোমনাডজোর বিবিসি নিউজের ওয়েবসাইটটিকে রাশিয়ায় বন্ধ হিসেবে তালিকাভুক্ত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে বলেছেন, 'আমি মনে করি এটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের তথ্য যুদ্ধের প্রতিশোধমূলক পদক্ষেপের সূচনা।'

এ বিষয়ে বিবিসি একটি ভিডিও পোস্ট করেছে। যাতে রাশিয়ানদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা কীভাবে অ্যাপ ও ভিপিএনের মাধ্যমে বিবিসির খবর দেখতে ও পড়তে পারবেন। 

ভিডিওতে বলা হয়েছে, 'আমরা রাশিয়া এবং বিশ্বকে ঘটনাগুলো দেখাতে থাকব।'

এ ছাড়া পাঠকদের সংবাদের জন্য বিবিসি অ্যাপ ডাউনলোড করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে সাইটটি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭