ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক


প্রকাশ: 17/03/2022


Thumbnail

ইউক্রেনের বেসামরিক এলাকাগুলোতে রাশিয়ার সেনা অভিযানে গোলাবর্ষণ বেড়ে যাওয়ায় ঘটনায় সৃষ্ট মানবিক সংকটে করনীয় ঠিক করতে বৃহস্পতিবার (১৭ মার্চ) বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।  

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়ার উদ্যোগে এই সম্মেলনে ঢাকা হয়। 

এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করেছে, পানামার নৌচলাচল কর্তৃপক্ষ। 

পানামার দাবি এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর বাকি দুইটি জাহাজ না ডুবলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের অলিভিয়া বন্দরে বন্ধ রাখা নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতেও মিসাইল হামলার ঘটনা ঘটেছিল। এতে জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছিলেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭