ওয়ার্ল্ড ইনসাইড

আজ জার্মান সংসদের নিম্নকক্ষে ভাষণ দিবেন জেলেনস্কি


প্রকাশ: 17/03/2022


Thumbnail

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সর্বপ্রথম যে দেশগুলো ইউক্রেনকে সমর্থন জানায় তার মাঝে একটি জার্মানি। যুদ্ধ শুরুর পর এবার সেই জার্মানির সংসদে নিম্নকক্ষে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় এই ভাষণ দেবেন তিনি। এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন জেলেনস্কি। 

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। 

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে সহায়তা প্রদান করে চলেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭