ইনসাইড পলিটিক্স

এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি


প্রকাশ: 17/03/2022


Thumbnail

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু পদক’ পদক দেবে জাতীয় পার্টি। সর্বমোট আটটি ক্যাটাগরিতে এ পদক দেওয়া হবে।

এগুলো হচ্ছে- স্বাস্থ্য, সাহিত্য, ক্রীড়া, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (১৮ মার্চ) বিকেল ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পল্লীবন্ধু পদক-২০২১ এর জন্য মনোনীতদের নাম প্রকাশ করবেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ঢাকা পোস্টকে বলেন, গত বছর থেকে পল্লীবন্ধু পদক চালু করা হয়। কিন্তু করোনা কারণে ২০২১ সালের মনোনীত ব্যক্তিদের পদক দেওয়া হয়নি। আগামীকাল গতবারের (২০২১ সালের) মনোনীতদের নাম প্রকাশ করা হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭