ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বাসঘাতকরা থুতুর মতো উড়ে যাবে: পুতিন


প্রকাশ: 17/03/2022


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের নাগরিকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইউক্রেনে অভিযান নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে ‘জাতীয় বিশ্বাসঘাতক’ বলে সম্বোধন করেছেন তিনি।

টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় পুতিন যুক্তরাষ্ট্রের ওপরও খোলাখুলি ক্ষোভ ঝাড়েন। তিনি অভিযোগ করে বলেন, বেসামরিক নাগরিকদেরকে সেনাবাহিনীর মুখোমুখি করার মাধ্যমে পশ্চিমারা রাশিয়ার সমাজ ব্যবস্থা বিভক্ত করার ষড়যন্ত্র করছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, সামষ্টিকভাবে পশ্চিমারা আমাদের সমাজ বিভক্ত করার চেষ্টা করছে। তারা সেনা সদস্য নিহতের গুঞ্জন তুলছে, সামাজিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকি দিচ্ছে।

পুতিন বলেন,  তাদের লক্ষ্য একটাই, আমি পূর্বেই বলেছি; রাশিয়াকে ধ্বংস করা। কিন্তু যে কেউ এমনকি রাশিয়ানরা দেশপ্রেমিক এবং বিশ্বাসঘাতকদের পার্থক্য করতে পারবে। মুখের থুথু যেমন বাতাসে উড়ে যায় স্বাভাবিকভাবে এগুলো (বিশ্বাসঘাতকরা) প্রাকৃতিকভাবে ভেসে যাবে।

সূত্র: গার্ডিয়ান


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭