ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন সংকটের জেরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জাপানের


প্রকাশ: 18/03/2022


Thumbnail

ইউক্রেন সংকটের জের ধরে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। এর আওতায় রাশিয়ার ১৫ ব্যক্তি ও নয় সংস্থার সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে এশিয়ার এই দেশটি।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কস্তিউকোভ। একই সঙ্গে রুশ অস্ত্র রফতানিকারক প্রতিষ্ঠান রসোবোরন এক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে জাপান।

ইউক্রেন সংকটের জেরে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এর আগেও বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। নতুন এই নিষেধাজ্ঞাসহ দেশটি এখন পর্যন্ত রাশিয়ার ৭৬ ব্যক্তি, সাত ব্যাংক ও অন্যান্য সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭