ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধের ভেতর ইউক্রেনে জন্ম নিয়েছে পাঁচ হাজার শিশু


প্রকাশ: 18/03/2022


Thumbnail

রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে গত ২২ দিনে প্রায় পাঁচ হাজার শিশু জন্ম নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র। 

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন বিশেষ অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক। এছাড়া রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭