ওয়ার্ল্ড ইনসাইড

নিজে ত্রাণ নিয়ে পোল্যান্ড যাচ্ছেন ক্যামেরন


প্রকাশ: 19/03/2022


Thumbnail

ইউক্রেনের জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে পোল্যান্ডের উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ রেডক্রসকে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে শুক্রবার (১৮ মার্চ) ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে রওয়ানা হন এই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

ক্যামেরনের নিয়ে যাওয়া ট্রাকে রয়েছে জামাকাপড়, বাচ্চাদের ন্যাপি (ডায়াপার) এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী। ‘চিপি লার্ডার’ নামে স্থানীয় একটি খাদ্য সহায়তা প্রকল্প এ সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ক্যামেরন গত দুই বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। 

ক্যামেরন এ ত্রাণ সহায়তার জন্য ‘পশ্চিম অক্সফোর্ডশায়ারের সংশ্লিষ্ট এলাকাবাসী তথা আরো সাধারণভাবে ব্রিটিশ জনগণের উদারতার’ প্রশংসা করেন।  

এর আগে শুক্রবারই যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ব্রিটিশ জনগণের দেওয়া সহায়তার প্রশংসা করেন। সূত্র: বিবিসি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭