ওয়ার্ল্ড ইনসাইড

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ২৫ মার্চ শপথ নেবেন যোগী


প্রকাশ: 19/03/2022


Thumbnail

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২৫ মার্চ দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন যোগী আদিত্যনাথ। ওইদিন বিকেল ৪টায় লখনউয়ে অবস্থিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী নামাঙ্কিত একানা ক্রিকেট স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। প্রায় ৫০ হাজার দর্শক আসন বিশিষ্ট ওই স্টেডিয়ামে প্রায় ২ শতাধিক ভিভিআইপি ব্যক্তি উপস্থিত থাকবেন।

তবে যোগী মন্ত্রিসভায় কে কে জায়গা পেতে চলেছেন, তা এখনও পরিস্কার নয়। ডেপুটি মুখ্যমন্ত্রী কে হবেন তাও চূড়ান্ত হয়নি। কারণ, গত মন্ত্রিসভায় ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে থাকা কেশব প্রসাদ মৌর্য্য এবার পরাজিত হয়েছেন। সেই জায়গায় এক নারী বিধায়কসহ তিনজনের নাম উঠে আসছে।

যোগীর এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রীতিমতো চাঁদের হাট বসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় সহ-সভাপতি রঘুবর দাস, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। আমন্ত্রণ জানানো হতে পারে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বকে। উত্তরপ্রদেশের তিন সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব, তার পুত্র অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীকেও আমন্ত্রিত অতিথির তালিকায় রাখা হতে পারে বলে জানা গেছে। ‘লাভার্থি’সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধাভোগী মানুষদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে এই শপথগ্রহণ অনুষ্ঠানে।

এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘মেগা ইভেন্ট’এ পরিণত করতে চায় বিজেপি। কারণ চলতি বছরের শেষে গুজরাট, হিমাচলপ্রদেশে বিধানসভার নির্বাচন, আগামী বছরেও বিভিন্ন সময়ে ত্রিপুরা, মেঘালয়, কর্নাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানা রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। এরপর ২০২৪ সালে দেশজুড়ে লোকসভার নির্বাচন। আর সেকথা মাথায় রেখেই উত্তরপ্রদেশের সাফল্যকে হাতিয়ার করে বিরোধীদের টেক্কা দিতে চাইছে মোদি-অমিত শাহের দল।

সাম্প্রতিক বিধানসভার নির্বাচনে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের ৪০৩ আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি মিলে একত্রে ২৭৩ টি আসনে জয় পায়, এর মধ্যে বিজেপির একার দখলে ছিল ২৫৫ টি আসন। সেক্ষেত্রে ১৯৮৭ সালের পর ওই রাজ্যটিতে প্রায় ৩৫ বছরের রাজনৈতিক ইতিহাসে প্রথম পাঁচ বছরের মেয়াদ পার করে দ্বিতীয়বারের জন্য কোন দল সরকারে আসল। ওই নির্বাচনে বিরোধী দল সমাজবাদী পার্টি (সপা) ও তার সহযোগী দলগুলির জোট পায় ১২৫ টি আসন, এর মধ্যে অখিলেশ যাদবের দল সপা একাই পায় ১১১ টি আসন।

সাম্প্রতিক নির্বাচনে যোগী আদিত্যনাথ নিজেও বিপুল ভোটে জিতে নিজের জনপ্রিয়তা দেখিয়েছেন। প্রথমবারের মতো বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে গোরক্ষপুর বিধানসভার আসন থেকে ১,০৩,৩৯০ ভোটে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক হন যোগী, তিনি হারান সমাজবাদী পার্টির প্রার্থী উপেন্দ্র দত্ত শুক্লাকে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় ভোট নেওয়া হয় উত্তরপ্রদেশে। গত ১০ মার্চ প্রকাশ করা হয় ফলাফল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭