ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ছাড়াল


প্রকাশ: 20/03/2022


Thumbnail

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,   রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৩০৮ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৪ লাখ ৪ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৮৪৫ জন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭