ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন


প্রকাশ: 20/03/2022


Thumbnail

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। খবর রয়টার্সের।

রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং শনিবার (১৯ মার্চ) বলেছেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।’ কোনো কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং।

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয় না ইতিহাস বারবার আমাদের সেই প্রমাণ দিয়েছে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭