ইনসাইড বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় বৈদেশিক মুদ্রা হারাচ্ছি: শিল্প প্রতিমন্ত্রী


প্রকাশ: 20/03/2022


Thumbnail

দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কারণে আমরা বৈদেশিক মুদ্রা হারাচ্ছি বলে মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এর   আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, রোগীদের বিদেশ যাওয়া রোধ করতে অবশ্যই দেশের চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্যই চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের প্রচুর সংখ্যক চিকিৎসক তৈরি হচ্ছে, কিন্তু মানের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

কামাল আহমেদ বলেন, ডেন্টাল চিকিৎসার মানোন্নয়নে ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে স্থাপনের দাবি এসেছে। আমি আশা করি স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা করবেন। একইসঙ্গে দেশের সকল মেডিকেল কলেজে যেন ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, করোনায় আমাদের ১৯০ জন চিকিৎসক মারা গেছেন। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামরা করছি। আমাদের না ছিল যন্ত্রপাতি, না ছিল অভিজ্ঞতা, তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলা করেছি। যদিও বিরোধী নেতারা নানা ধরনের সমালোচনা করেছেন, অনেকেই টিকার মান নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু পরবর্তীতে তারাই আবার টিকা নিতে এসেছেন।

তিনি আরও বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মাছ ভাত পর্যাপ্ত রয়েছে। চিকিৎসা ক্ষেত্রেও আমাদের অনেক উন্নতি হয়েছে। প্রতিটা জেলায় মেডিকেল কলেজ হয়েছে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। মানুষ শান্তিতে দিনাতিপাত করছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭