ইনসাইড হেলথ

স্বাচিপের মেডিকেল ক্যাম্পে ২য় দিনে সেবা নিলেন ৮৮৯ রোগী


প্রকাশ: 20/03/2022


Thumbnail

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে দ্বিতীয় দিনে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্য ঔষধ সেবা নিয়েছেন ৮৮৯ জন রোগী।

আজ রোববার (২০ মার্চ) সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল তিনটা পর্যন্ত এ সেবাকার্যক্রম চলে। আগামীকাল সোমবার সকাল ৯টায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন। 
 
স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ বলেন, প্রথম দিনের চেয়ে অনেক বেশী রোগীর আগমন ঘটেছে। গতকাল শবেরাতের কারণে রোগীর ভিড় কম ছিল। রোগীর চাপ সামলানোর জন্য বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত বুথের চেয়ে বুথ সংখ্যা বাড়ানো হয়েছে। গতকালের মতো আজও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগত রোগীদের সেবা প্রদান করেছেন।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা জাকির হোসেন বলেন, স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে সেবাগ্রহীতা রোগীদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বিনামূল্যে ঔষধ বিতরণের ফলে সুবিধাবঞ্চিত রোগীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭