ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু


প্রকাশ: 20/03/2022


Thumbnail

সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে পারিবারিক কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে পৌর মেয়রের বাসভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে কার্ডধারী প্রত্যেক সুবিধাভোগীর মাঝে এসব পণ্য বিক্রি শুরু হয়।

পৌর মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

টিসিবির ডিলারদের নির্ধারিত গাড়ি থেকে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৬৫ টাকা, সয়াবিন তৈল কেজি প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা দরে ক্রয় করতে পারবেন উপকারভোগীরা।

একই সাথে জেলার রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জেও এসব টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) জেলার পাঁচটি উপজেলায় ৯ হাজার ৮৮টি পরিবার ও (সোমবার) ২১ মার্চ জেলার পাঁচটি উপজেলার ৭ হাজার ৮১৪টি পরিবারকে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। পাঁচ উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭