ইনসাইড গ্রাউন্ড

প্রয়োজন মনে করলে দেশে চলে যাবে সাকিব: হাবিবুল বাশার


প্রকাশ: 21/03/2022


Thumbnail

অলরাউন্ডার সাকিব আল হাসান যখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলায় ব্যস্ত, তার পরিবারের কয়েকজন সদস্য তখন ঢাকায় হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে সাকিবের মা শিরিন আক্তার ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। নিউমোনিয়া ও জ্বর নিয়ে একই হাসপাতালে ভর্তি সাকিবের দুই কন্যা ও ছেলে। এ ছাড়া সিএমএইচে ভর্তি ক্যান্সারে আক্রান্ত সাকিবের শাশুড়ি।

স্বাভাবিকভাবেই এমন খবরে বিক্ষিপ্ত হয়ে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার। দেশে ফিরে আসার কথা ভাবছেন তিনি। তবে সাকিব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। 

হাবিবুল বাশার জানিয়েছেন, সাকিব এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। সোমবার সকালে ওখানকার অবস্থা বুঝে সাকিব সিদ্ধান্ত নেবে। ঢাকায় নিয়মিত খবর রাখছে। দেশে ফিরবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকার পরিস্থিতির উপর। যদি প্রয়োজন অনুভব করে তাহলে ফিরে যাবে। 

তিনি আরও বলেন, পারিবারিক জরু‌রি প্রয়োজনে বিসিবি সব সময়ই সব ক্রিকেটারের পাশে থাকে। ওখানে কতটুকু রিকোভার করে সেটা জানবে, এরপর সিদ্ধান্ত নেবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭