ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের কয়েকজন সাংবাদিককে আটক করে রেখেছে রুশ সেনারা


প্রকাশ: 22/03/2022


Thumbnail

ইউক্রেনের জাপরোঝিয়া অঞ্চলের স্থানীয় ‘মেলিটপলস্কি ভিদমস্তি পত্রিকার’ বেশ কয়েকজন সাংবাদিককে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে সশস্ত্র রুশ সেনারা। সেই সাথে পত্রিকাটির ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

পত্রিকাটির মালিকপক্ষের একজন প্রতিনিধি ইউক্রেনের নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করতে সহায়তার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭