ওয়ার্ল্ড ইনসাইড

নিজেদের মাঝে বন্দী বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন


প্রকাশ: 22/03/2022


Thumbnail

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর প্রথমবারের মত নিজেদের মাঝে যুদ্ধে আটক বন্দী সেনা বিনিময় করলো দেশ দুটি। বিনিময়ের অংশ হিসেবে রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন। 

মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভার দেওয়ার তথ্যর বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। 

এক সাক্ষাৎকারে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দী মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন তিনি।

তাটিয়ানা মোশকালকোভা আরও বলেন, ‘প্রথমবারের মতো (ইউক্রেনের সঙ্গে) বন্দী বিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি আমরা।’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়কে উদ্ধৃত করে মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভের সঙ্গে ৯ রুশ সেনার মুক্তির কথা এর আগেই জানায় গণমাধ্যমগুলো।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭