ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে যুদ্ধ জয় সম্ভব নয় রাশিয়ার: জাতিসংঘ


প্রকাশ: 23/03/2022


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে টানা একমাস ধরে প্রতিবেশী দেশ ইউক্রেনে অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া। সামরিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় শক্তিধর দেশ রাশিয়ার ইউক্রেন অভিযান খুব দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করা হলেও মাস শেষে তেমন কোন উল্লেখযোগ্য সাফল্য ধরা দেয়নি পুতিন বাহিনীর হাতে। একদিকে যেমন সমন্বয়হীনতার অভাব অন্যদিকে বেশ ভালো রকমের সেনা মৃত্যু। তাই সবদিক দিয়েই বিপাকে পড়েছে রাশিয়া। 

আর রাশিয়ার এমন হীন চেহারায় দেশটিকে এক ‘কঠোর বার্তা’ দিলেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘অজেয়’ বলে উল্লেখ করেছেন তিনি। 

বুধবার (২৩ মার্চ) জাতিসংঘের একটি বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মস্কোর উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন, ‘এই যুদ্ধ অজেয়। শিগগিরই হোক বা পরে, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে। এটি অবশ্যম্ভাবী। এখন একটিই প্রশ্ন আছে, আর তা হলো: (শান্তির টেবিলে যাওয়ার আগে) আর কত প্রাণ হারাতে হবে?’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ কোথাও দ্রুতগতিতে হচ্ছে না। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক বাহিনী মারিউপোল শহরটি অবরোধ করে রেখেছে। অবরুদ্ধ করে রাখার পাশাপাশি শহরটিতে নিরলসভাবে বোমাবর্ষণ, গোলাগুলি ও আক্রমণ করেছে রুশ সেনারা। এসব কিসের জন্য?’

তার ভাষায়, ‘মারিউপোল শহরের পতন হলেও শহরের পর শহর, রাস্তার পর রাস্তা এবং ঘর-বাড়ি দখল করে ইউক্রেনকে জয় করা যাবে না।’

আর তাই সংকট নিরসনে জরুরি আলোচনার আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রধান বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে (আলোচনার টেবিলে যথেষ্ট) সুযোগ আছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭