ইনসাইড হেলথ

দেশে ‘এসএমএ’ রোগের চিকিৎসা শুরু


প্রকাশ: 24/03/2022


Thumbnail

বাংলাদেশে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ) নামক বিরল রোগের চিকিৎসা শুরু হয়েছে। শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক শাওলী সরকার এই শিশুটির চিকিৎসা করছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, কয়েক মাস আগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঁচ মাস বয়সী এক শিশু আসে। সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ) নামক বিরল রোগে আক্রান্ত।

চিকিৎসা না পেলে নিশ্চিত মৃত্যু হয় এই রোগীদের। শিশু হাসপাতাল ও একটি ওষুধ কোম্পানির সহায়তায় শিশুটি আপাতত চিকিৎসা পাচ্ছে।

চিকিৎসকদের দাবি, দেশে প্রথমবারের মতো এই চিকিৎসা শুরু হয়েছে। মানুষের শরীরের মাংসপেশির অতিরিক্ত ক্ষয়িষ্ণুতা এসএমএ রোগের মূল লক্ষণ। শরীরের কার্যক্ষমতা দুর্বল করতে করতে একসময় মৃত্যু ডেকে আনে। 

চিকিৎসকেরা জানান, এই রোগের চারটি ধরন। এর মধ্যে টাইপ ওয়ান বাচ্চাদের হয়। দুই বছরের মধ্যে চিকিৎসা না পেলে এসব বাচ্চা মারা যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭