ইনসাইড বাংলাদেশ

'শকুন তাড়িত এক শ্মশান ভূমি': গণহত্যা


প্রকাশ: 25/03/2022


Thumbnail

সেদিনের মধ্য রাতে ঘর-বাড়ি গুলোতে জ্বলতে শুরু করলো আগুন, দোকান-পাট লুট, সবকিছু যেনো তছনছ হয়ে গেছে। রাস্তায় পড়ে থাকা লাশগুলো যেনো শেয়াল-কুকুরে খাওয়ার উপক্রম হয়েছিলো। দেশ পরিণত হয়েছিলো যেনো 'শকুন তাড়িত শ্মশান ভূমি'। ভয়াবহ অবস্থা ছিলো ১৯৭১ এর সেই ২৫ মার্চ রাতে। 

সময়ের পালাক্রমে প্রতি বছরের মতো এবছরের ৫০ বছর পূর্বে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ইতিহাস যেনো চোখের সামনে জ্বলজ্বল করে ভেসে ওঠে। মনে হয়, কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিলো পাক হানাদার বাহিনীরা আমার সোনার বাংলায়। প্রায় অর্ধলক্ষ ঘুমন্ত বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিলো সেদিন। ১৯৭১ সালের এই ভয়াল রাতে চিরকাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য উন্মাতাল লাখো বাঙালির রক্তে রাঙায়িত হয়েছিল বাংলার সোঁদা মাটি। সমগ্র ঢাকা শহর যেন লাশের স্তূপ, ঘুমন্ত শিশু মায়ের কোলেই গুলিবিদ্ধ হয়েছে, নববধূ, আবাল-বৃদ্ধ-বণিতার রক্তে কলঙ্কিত হয়েছিল মানব সভ্যতার হাজার বছরের গৌরবময় ইতিহাস। পরিণত করেছিলো এক মৃত্যুপুরীতে।

আজ সেই ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিলো পাকিস্তানিরা। ‘অপারেশন সার্চলাইট’ নামের এই গণহত্যার মধ্য দিয়ে বাঙালির কণ্ঠস্বর চিরিতরে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিলো এই রাতে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পূর্ব থেকেই এই দিনটি 'জাতীয় গণহত্যা দিবস' হিসেবে স্মরণ করে আসছে বাঙালি জাতি এবং বাংলার মানুষ।

শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনও আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

গণহত্যা দিবস পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০ টায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশন গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

দিনটি যথাযোগ্য মার্যাদায় পালনে আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। দলটি শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭