ইনসাইড এডুকেশন

ডিএমপি কমিশনারের কুশপুত্তলিকা দাহ ঢাবি ছাত্রদলের


প্রকাশ: 28/03/2022


Thumbnail

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে তারা এই পুলিশ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন।

রবিবার (২৭ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিএমপি কমিশনারকে ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

প্রসঙ্গত, শনিবার (২৬ মার্চ) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘একটি পার্টির খুব সিনিয়র এক নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর...। যাকে তার স্বামী পরিত্যাগ করে বলেছিলেন, পাকিস্তানের ওখানে কী করছ...। আর এখন সে নাকি বড় মুক্তিযোদ্ধা। আর না বলি।’

কুশপুত্তলিকা দাহ করার পর ছাত্রদল নেতা করিম প্রধান বলেন, ‘ডিএমপি কমিশনারের বক্তব্যে জাতি হতাশ। তার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং তাকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭