ইনসাইড ওয়েদার

দেশের অধিকাংশ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস


প্রকাশ: 28/03/2022


Thumbnail

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সোমবার (২৮ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমে এ তথ্য জানান।

আফরোজা সুলতানা জানান, গতকাল (রোববার) ও আজ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় আজ সারা দেশেই তাপমাত্রা একটু কম থাকবে। 

এক প্রশ্নের জবাবে আফরোজা সুলতানা বলেন, ‘দেশের আটটি বিভাগের মধ্যে ছয় বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭