সোশ্যাল থট

সহধর্মিণীকে অপমান করা হচ্ছে! আপনি কী করবেন?


প্রকাশ: 29/03/2022


Thumbnail

ঠিক, বেঠিকের বিষয়ে পরে আসছি...। নিজেকে তাঁর (উইল স্মিথ) জায়গায় দাঁড় করান, তারপর চিন্তা করেন ভরা মজলিসে আপনারই সামনে আপনারই সহধর্মিণীকে অপমান করা হচ্ছে! আপনি কী করবেন? মাথা ঠাণ্ডা রেখে কথা বলবেন? শতকরা কত ভাগ মানুষ এটা পারেন? যারা পারেন তাঁরা আসলেই অসাধারণ!

এই ঘটনায় আমি ঘুরেফিরে রক্ত মাংসের এক সাধারণ মানুষকে খুঁজে পেয়েছি! আইনগত জায়গা থেকে এটি’র ব্যাখ্যা অবশ্যই ভিন্ন, তবে হ্যাকলিংয়ের নামে চরম অপমাণিত হয়ে যাওয়ার পর আইন আবার দুর্দান্ত ফলাফল এনে দিতে পারে খুব কম!

যাই হোক, ভিনদেশ বাদ দিয়ে নিজ দেশের দিকে তাকালে দেখা যাবে, এখানে স্ত্রী অপমানিত হলে স্বামী বলবে হাত থাকতে মুখে কি। যে কোনো শারীরিক আঘাতের বিপক্ষে থাকার পাশাপাশি হ্যাকলিংয়ের নামে যে কোনো ধরণের অসুস্থ অপমানেরও বিরোধিতা করা উচিত সকলের।

(বি. দ্র. আমি চিন্তা করছিলাম কাজটা তিনি (উইল স্মিথ) না করে অন্য কোনো অভিনেতা করলে তাঁর প্রতিক্রিয়া আসলে কি দাঁড়াতো?)

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭