ইনসাইড এডুকেশন

প্রাথমিকের ছুটি নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা


প্রকাশ: 29/03/2022


Thumbnail

করোনায় দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে ২০ রোজা পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছে সরকার। পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত বলে জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২২ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৪ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭