কালার ইনসাইড

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে প্রধানমন্ত্রী


প্রকাশ: 29/03/2022


Thumbnail

বৃষ্টির কারণে স্থগিত হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ কনসার্ট আবার শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত এ কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল ৪টার পর শুরু হওয়া কনসার্টটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে রাত ৮টার পর আবার শুরু হয়।

কনসার্টে গান পরিবেশন করবেন ভারত থেকে আসা প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান। বৃষ্টির কারণে তিনি এখনো মঞ্চে উঠতে পারেননি। রাত সাড়ে ৯টার দিকে তিনি গান শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবির আয়োজনে ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। করোনার কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। করোনার প্রকোপ কমায় এবার ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ নামে সেই কনসার্ট ফের আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। এবারও আমন্ত্রণ করা হয় ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমানকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭