টেক ইনসাইড

চোখ সুরক্ষা রাখতে যে ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে


প্রকাশ: 30/03/2022


Thumbnail

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করেন। স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট ব্যভার করেন না, এমন মানুষ পাওয়া কঠিন। অপর দিকে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাবহার করনে না, এমন মানুষও কমই আছে। কারন ব্যক্তিগত মেসেজ পাঠানো বা বন্ধু-প্রিয়জনদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্যও ব্যবহার করা হয় । বিশেষ করে কর্মক্ষেত্র একটু বেশি ব্যাবহার করা হয়। 

কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যাক্তিগত জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর প্রভাব পড়ছে আপনার চখের উপর। যে কারণে স্মার্টফোন এবং ফেইসবুকেও রয়েছে ডার্ক মোড। তবে এবার হোয়াটসঅ্যাপেও এই সুবিধা পাবেন। ব্যবহারকারীর চোখের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ফিচার চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই। তবে এখনো অনেকেই জানেন না এই ফিচারটি সম্পর্কে।

হোয়াটসঅ্যাপের ডার্ক মোডটি সবুজ ও কালো রঙের মধ্যে তৈরি করা হয়েছে। কনটাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড থাকে কালো রঙের। তার উপরে যাবতীয় কনটাক্টগুলো থাকে সাদা অক্ষরে। যখন কোনো একটি নির্দিষ্ট চ্যাট উইন্ডো ওপেন করা হয়, তখন সেই উইন্ডোর ব্যাকগ্রাউন্ডে থাকে বিভিন্ন আইকন।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু করবেন-

অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড চালু করতে-
>>  প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
>>  স্ক্রিনের একদম উপরের ডানদিকে রয়েছে থ্রি ডট মেনু দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।
>>  এরপর একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানে চ্যাট অপশন (Chat Option) দেখা যাবে। সেখানে ট্যাপ করুন।
>> সেখানেই রয়েছে থিম অপশন। তার উপর ট্যাপ করতে হবে।
>>ওই অপশনের উপর Dark সেটিং অপশনের উপর ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের ডার্ক মোড অন হবে।

আইফোনে ডার্ক মোড চালু করতে-
>> প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপের সেটিংসে ক্লিক করুন।
>> এরপর সেখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে ট্যাপ করুন।
>> এখানেই পেয়ে যাবেন ডার্ক মোড অপশন। ওই অপশনের উপর ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে পরিবর্তন হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭