টেক ইনসাইড

দেশের ৩২৮ টি পৌরসভা ডিজিটাল হচ্ছে


প্রকাশ: 30/03/2022


Thumbnail

দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে ৮ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (২৯ মার্চ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ন্যাশনাল মিউনিসিপ্যাল ডিলিটাল সার্ভিস প্রজেক্ট (এনএমডিএসপি) বাস্তবায়ন বিষয়ক এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ছিলেন। 

সভায় ইতিপূর্বে ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিংকৃত ৫টি সার্ভিসের সঙ্ড়ে হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেইন এ দুইটি সার্ভিসসহ মোট ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরো ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি প্রতিমন্ত্রী কোইকার প্রতি অনুরোধ জানান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮.৫ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইতিপূর্বে পাইলটিংকৃত ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায় কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭